যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী লিজ ট্রাস, জানুন কত ভোটের ব্যবধানে জয় পেলেন লিজ

author-image
Harmeet
New Update
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী লিজ ট্রাস, জানুন কত ভোটের ব্যবধানে জয় পেলেন লিজ


নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন লিজ ট্রাস। প্রথম থেকে এগিয়ে থাকলেও শেষ হাসি হাসা হল না ঋষির। 


জয় ছিনিয়ে নিলেন লিজ। ঋষি সুনাক মোট ভোট পেয়েছেন ৬০,৩৯৯ টি। অপরদিকে লিজ ট্রাস ভোট পেয়েছেন ৮১,৩২৬ টি। ২০,৯২৭ টি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন লিজ ট্রাস।

Liz Truss vs Rishi Sunak: You don't win over young people by blocking their  access to education