New Update
/anm-bengali/media/post_banners/uOE8CYWcJHL2Jbpu6IcL.jpg)
নিজস্ব প্রতিনিধি-শিক্ষক দিবসে ত্রিপুরার সিপিআই-এম পার্টির ছাত্র সংগঠন এসএফআই, টিএসইউ আগরতলার শিক্ষা ভবনের সামনে আজ এক বিক্ষোভে সামিল হয়।
ত্রিপুরার স্কুলে চলমান শিক্ষক সংকটের বিরুদ্ধে এই বিক্ষোভ মুলত অনুষ্ঠিত হয়।সেই বিক্ষোভে সামিল বিক্ষোভকারীরা রাস্তা অবরোধে বসে, পুলিশ রাস্তা অবরোধকারী সকল আন্দোলনকারীদের গ্রেফতার করে।ত্রিপুরায় ইতিমধ্যে প্রায় ৩,৫০০ টেট যোগ্য বেকার যুবক রয়েছে, যেখানে স্কুলগুলি ব্যাপক শিক্ষক সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।ত্রিপুরার স্কুলগুলোতেও দেখা দিয়েছে চরম শিক্ষক সংকট।তারই পরিপ্রেক্ষিতে এই আন্দোলন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us