/anm-bengali/media/post_banners/E7POnoNjW7FIMh2Tgvzd.jpg)
সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি:ফোর লেনের জাতীয় সড়ক তৈরি করার সময় ভেঙে দেওয়া হয়েছিল বাসস্ট্যান্ড। সেই বাসস্ট্যান্ড আজও তৈরি করে দেওয়া হয়নি।
এর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দপল্লী এলাকার বাসিন্দারা।গ্রামবাসীদের দাবি, অবিলম্বে এই এলাকায় একটি বাসস্ট্যান্ড তৈরি করে দিতে হবে। বাসস্ট্যান্ড তৈরি করে দেওয়ার জন্য সরকারের বিভিন্ন স্তরে আবেদন জানানো হয়েছে। তা সত্ত্বেও দীর্ঘ প্রায় এক বছর হয়ে গেলও কেউ কর্ণপাত করছেন না। বাধ্য হয়ে সোমবার জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হন এলাকার বাসিন্দারা। সড়ক অবরোধের ফলে শিলিগুড়ি থেকে ধুপগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার সহ ডুয়ার্সের সমস্ত গাড়ি আটকে পড়ে। এছাড়া বহু দূর-দূরান্তের গাড়িও আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ এবং সদর ট্রাফিকের ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us