পেটের টানে ঘরবাড়ি ছেড়ে যাযাবর জীবনযাপন মেষপালকদের

author-image
Harmeet
New Update
পেটের টানে ঘরবাড়ি ছেড়ে যাযাবর জীবনযাপন মেষপালকদের

নিজস্ব প্রতিনিধি,পাণ্ডবেশ্বের : খনি অঞ্চল পাণ্ডবেশ্বেরের বিভিন্ন জায়গায় হামেশাই দেখা যায় একদল মেষ নিয়ে মাঠে ঘাটে মেষ পালকদের। জন্মসূত্রে এরা সকলেই সুদূর বিহারের বক্সার জেলার বাসিন্দা। বছরের পর বছর পেটের টানে ঘরবাড়ি ছেড়ে এভাবেই হাজার হাজার মেষ নিয়ে তারা পথে, ঘাটে, জঙ্গলে, প্রত্যন্ত এলাকায় ঘুরে বেড়ান। তাদের কাজ মষ পালন করা।খনি এলাকারই কোনও মহাজনের এই মেষ বলে জানান তারা। তাদের কাজ মেষ পালন করে, তাদের লোম সংগ্রহ করে, তার থেকে কম্বল, আসন, তৈরি করা। সেই সব জিনিস মেহনতের সাথে তৈরি করে তারা তুলে দেন মহজনের হাতে। মহাজন সেগুলি বাজারে বিক্রির জন্য পাঠান ব্যবসায়ী দের হাত ধরে।এনারা দলে ৪-৫ জন থাকেন। রোদ, জল, বৃষ্টি, ঠান্ডা প্রায় সময় খোলা জায়গায় একটা ছোট্ট তাঁবু খাটিয়ে দিনরাত অতিবাহিত করেন। এটাই তাদের জীবন।



 কখনো কখনো এমন জায়গায় তাদের রাত্রি কাটাতে হয় যেখানে রয়েছে বিষাক্ত সাপের ভয়। সবকিছু বিপদ কাটিয়ে থাকতে হয় তাদের। তাদের দলে থাকে বিশস্ত দুটি কুকুর। তাদের অতন্দ্র প্রহরায় তাদের রাতের ঘুম হয় অনেকটা নিশ্চিন্তে এমনটাই জানান তারা। মেষ পালক উপেন্দ্র পাল জানান, 'বাড়ির জন্য মন খারাপ তো করে কিন্তু উপায় নেই। সংসার চালাতে কাজ দরকার।' আর এই কাজ তিনি দীর্ঘ ২০ বছর ধরে করে আসছেন। তবে হ্যাঁ, মাঝে মধ্যে চলে যান দেশের বাড়ি। মা, বাবা, আত্মীয়, স্ত্রী , সন্তানদের দেখতে। আবার ফিরে আসেন কাজের টানে। এই হল তাদের রুজির টানে যাযাবর জীবন কাহিনী।