বাস-বাইকের সংঘর্ষে জখম ১

author-image
Harmeet
New Update
বাস-বাইকের সংঘর্ষে জখম ১

বনমালী ষন্নীগ্রাহী, বাঁকুড়া : বাঁকুড়া - ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কের রাইপুরের অমৃতপালে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় গুরুতর জখম এক বাইক আরোহী। দাউ দাউ করে জ্বলল যাত্রী বোঝাই চলন্ত বাস। সোমবার সকাল প্রায় ন'টা তিরিশ মিনিট নাগাদ ঘটেছে এই ঘটনা। ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য বাসের যাত্রী ও এলাকাবাসীর মধ্যে।




জানা গিয়েছে, ঝাড়গামগামী একটি বেসরকারি যাত্রী বোঝাই বাসের সাথে রায়পুর গ্রামে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ফুলকুশমার আগে অমৃতপালে। স্থানীয় সূত্রে খবর, বাইকটি বাসের সামনে ঢুকে যায়। যার ফলে চলন্ত বাসে লেগে যায় আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে যাত্রী বোঝাই বাসটি। ক্ষতিগ্রস্থ হয় বাইকটি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাসের যাত্রীসহ এলাকাবাসীর মধ্যে। প্রাণের ভয়ে যাত্রীরা তাড়াহুড়ো করে বাস থেকে নামেন, আতঙ্কে ছুটতে থাকেন। তবে ঘটনায় বাসের যাত্রীদের হতাহতের কোন খবর নেই। অন্যদিকে দুর্ঘটনায় জখম বাইক আরোহীকে স্থানীয় রাইপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। রাজ্য সড়কের উপর এই ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।