/anm-bengali/media/post_banners/2N5P70mBwImrrCjCcca7.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার:করোনা বিধি মেনে জমি রেজিস্ট্রি অফিসে কাজ হওয়ার কথা। কিন্তু ১৫ দিন থেকে জমি রেজিস্ট্রি হচ্ছেনা আলিপুরদুয়ারে।বিপাকে সাধারন মানুষ। দফতরের সিস্টেম মেইনটেনেন্সের কাজ হচ্ছে।যার জেরেই বন্ধ রয়েছে সমস্ত কাজ।
গত পনেরো দিন ধরে আলিপুরদুয়ার জেলায় জমি রেজিস্ট্রির কাজ পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। রেজিস্ট্রির কাজ বন্ধ থাকার কোনও সরকারি বিজ্ঞাপন কারো নজরে পড়ে নি। ফলে জমি রেজিস্ট্রি করতে এসে রেজিস্ট্রি অফিস থেকে ঘুরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। জমি রেজিস্ট্রি করতে আসা মানুষদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। রেজিস্ট্রি বন্ধ থাকার ফলে জেলার মানুষজন জমি কেনাবেচা করতে পারছেন না।
পরিষেবা দ্রুত স্বাভাবিক করার জোরালো দাবি উঠেছে। পাশাপাশি এই জমি রেজিস্ট্রেশন কাজের সঙ্গে যুক্ত প্রচুর মানুষ রোজগার হারিয়ে বর্তমানে বেকার হয়ে বসে আছেন। তারাও পরিষেবা দ্রুত স্বাভাবিক করার জোরালো দাবি তুলেছেন। উল্লেখ্য আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলা অবর নিবন্ধকের করণ, অর্থ (রাজস্ব) বিভাগে এই কাজ হয়। গত ৮ জুলাই থেকে দফতরে এই কাজ পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, শুধু জমির রেজিস্ট্রেশনের কাজ নয়। নতুন বাড়ি বানানোর জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিতে গেলে আগে জমির সার্টিফায়েড কপি ব্যাঙ্কে জমা দিতে হয়। দফতর থেকে সেই সার্টিফায়েড কপি দেওয়ার কাজও বন্ধ রয়েছে। যার ফলে অনেকেই ব্যাঙ্ক থেকে ঋণ নিতে পারছেননা। এছাড়াও জমির দলিল হারিয়ে গেলে তার নকল দলিল দেওয়ার কাজ সহ বিবাহ রেজেস্ট্রির কাজও বন্ধ হয়ে রয়েছে আলিপুরদুয়ারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us