জানেন কি ঋষি সুনাকের অতীতের গল্প?

author-image
Harmeet
New Update
জানেন কি ঋষি সুনাকের অতীতের গল্প?


নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে টিকে রয়েছেন ভারতীয় বংশদ্ভুত ঋষি সুনাক। তার বিপরীতে থাকা লিজ ট্রাসকে হারাতে পারলে তিনি ইতিহাস গড়বেন। সুনাক ১৯৮০ সালের ১২ মে সাউদাম্পটনে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম যশবীর সুনাক এবং মাতার নাম ঊষা সুনাক।

About Me | Rishi Sunak

 তার পরিবার ১৯৬০ সালে ভারতের পাঞ্জাব থেকে যুক্তরাজ্যে গিয়ে বসবাস শুরু করেন। সুনাক স্ট্রউড স্কুলে পড়াশোনা করেছেন। ২০০৬ সালে তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। সেখানে তিনি ফুলব্রাইট স্কলার ছিলেন। 

Rishi Sunak launches campaign for UK PM's post. So why are people  complaining? - World News

তারপর ধীরে ধীরে প্রত্যক্ষ রাজনীতিতে প্রবেশ করেন তিনি। বর্তমানে ভারতীয় বংশদ্ভুত প্রথম ব্যক্তি হিসাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে টিকে রয়েছেন তিনি।