New Update
/anm-bengali/media/post_banners/TFO9IEPnEDdbpyVL2Paj.jpg)
নিজস্ব সংবাদদাতা: মা আসছেন, হাতে আর কয়েকটা দিন। দূর্গা পুজো মানেই এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে ঘোরা, ঠাকুর দেখা আর আনন্দে মেতে ওঠা।
সেইমত প্রত্যেক বছর নতুন নতুন ভাবনায় সাজিয়ে তোলা হয় বিভিন্ন পুজো প্যান্ডেলগুলিকে। এই বছর পল্লী মঙ্গল সমিতির থিম 'উত্তরণ'। এই পুজোর 'সর্বজনীন' থেকে 'বিশ্বজনীন' হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে এই থিমের মাধ্যমে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us