New Update
/anm-bengali/media/post_banners/ZMZICbDfAhdAkHElU6n6.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গরু পাচারকাণ্ডে নয়া মোড়। এবার সিআইডির হাতে গ্রেফতার হলেন জঙ্গিপুরের এক ব্যবসায়ী।
সিআইডির দাবি, 'ধৃত জেনারুল বেআইনিভাবে গরু পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া এনামুল হকের ঘনিষ্ঠ জেনারুল। এরা দুজনে মিলে গরু পাচার করত।' তাঁর বিরুদ্ধে অভিযোগ, সীমান্ত আটক করা গরু নিলামে কিনে পাচার করতে এই ব্যবসায়ী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us