ঝাড়ু কেনার সময়ে এই দিকে বিশেষ নজর দিন

author-image
Harmeet
New Update
ঝাড়ু কেনার সময়ে এই দিকে বিশেষ নজর দিন

নিজস্ব সংবাদদাতাঃ  দেখে নিন ঝাড়ু কেনার সময় কি কি নিয়ম মেনে চলবেন। 

১) ঝাড়ু ভেঙে গেলে নতুন ঝাড়ু কেনার সময়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, শুক্লপক্ষে যেন নতুন ঝাড়ু না কেনা হয়। অর্থাৎ, নতুন ঝাড়ু সব সময়ে কৃষ্ণপক্ষে কেনা শুভ বলে মানা হয়। শুক্লপক্ষে ঝাড়ু কেনা অশুভ বলে বিবেচিত হয়।

২) যে ঝাড়ু ভেঙে গিয়েছে, অর্থাৎ, যা আর কাজে লাগবে না, ফেলতে হবে তা কোনও শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার বা কোনও বিশেষ ভাল তিথিতে ফেলতে নেই।







৩) ঝাড়ু ঘরের উত্তর-পূর্ব দিকে রাখতে নেই। ঝাড়ু রাখার সবচেয়ে ভাল দিক হচ্ছে দক্ষিণ বা পশ্চিম দিক। এ দিকে ঝাড়ু রাখলে ঘরের পক্ষে খুবই শুভ বলে মানা হয়।

৪) শনিবার ঝাড়ু কেনা খুবই শুভ বলে মানা হয়। মনে করা হয়, এই দিন ঝাড়ু কিনলে মা লক্ষ্মী দেবী সর্বদা বাড়ির মালিকের উপর কৃপা বর্ষায়।