New Update
/anm-bengali/media/post_banners/GKbocWouQNSnw0OyBwEK.jpg)
নিজস্ব সংবাদদাতা: অপ্রত্যাশিতভাবে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল চেলসি। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে ধারাবাহিক ফর্মে নেই দ্যা ব্লুজ। ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে পিছিয়ে পড়ার পর আরও এক অঘটনের আশঙ্কা করছিলেন চেলসি সমর্থকদের একাংশ। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ায় দল। ৭৬ ও ৮৮ মিনিটে গোল করে ম্যাচ জিতে নেয় চেলসি।
WHAT. A. TURNAROUND! 🤩@WhaleFinApp | #CheWhupic.twitter.com/8A3N6dmSIc
— Chelsea FC (@ChelseaFC) September 3, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us