New Update
/anm-bengali/media/post_banners/sSXVOJ9HirDVt2txMrGB.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আর হাতে গোনা মাত্র কয়েকদিন, তারপরেই মা আসছেন মর্ত্যে। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সূচনা হতে চলেছে।ইতিমধ্যেই পূজা কমিটিগুলি নিজেদের থিমকে বাস্তবায়ন করতে কাজ করে চলেছে। সেইমত, এবার কাশী বোস লেন দুর্গাপূজা সমিতির থিম 'মা'।
​
মা এর থেকেই সবকিছু সৃষ্টি। তাই মাতৃত্বকেই ভাবনার বুননে ফুটিয়ে তুলতে চলেছে এই পূজা কমিটি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us