সাপ্তাহিক মুদ্রাস্ফীতিতে রেকর্ড পাকিস্তানের

author-image
Harmeet
New Update
সাপ্তাহিক মুদ্রাস্ফীতিতে রেকর্ড পাকিস্তানের

নিজস্ব সংবাদদাতাঃ সাপ্তাহিক মুদ্রাস্ফীতিতে রেকর্ড করল পাকিস্তান। এমনিতেই চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। 

Pakistan floods: The government and civilian volunteers work to deliver  relief : NPR

এরই মধ্যে চলতি সপ্তাহে মুদ্রাস্ফীতিতে রেকর্ড করেছে পাকিস্তান। পাকিস্তানের মুদ্রাস্ফীতি ৪৫.৫ শতাংশে পৌঁছেছে। উল্লেখ্য, চরম অর্থনৈতিক সংকটের মধ্যে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পাকিস্তানের মুদ্রাস্ফীতির ওপর পড়েছে।  


Pakistan flooding: How melting glaciers fueled the disaster - Vox