সৌগতর নিজের গায়েই তো কালি লেগে আছে: দিলীপ ঘোষ

author-image
Harmeet
New Update
সৌগতর নিজের গায়েই তো কালি লেগে আছে: দিলীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতাঃ এবার দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।  ​



বিজেপি সাংসদ বলেন, 'সৌগত রায়কেও টাকা নিতে দেখা গেছে। সৌগতর নিজের গায়েই তো কালি লেগে আছে।' চোরকে চোর বললে রেগে যাচ্ছে। তৃণমূলের বহু কর্মীই আজ লজ্জিত।'