প্রথম বার বাংলা টেলিভিশনে দেখতে পাওয়া গেল সানি-ম্যাজিক

author-image
Harmeet
New Update
প্রথম বার বাংলা টেলিভিশনে দেখতে পাওয়া গেল সানি-ম্যাজিক

নিজস্ব সংবাদদাতা : ডান্স ডান্স জুনিয়রের সিজন ২-র অতিথি বিচারক হয়ে এলেন সানি। মুম্বই টু কলকাতা, বাংলা টেলিভিশনে প্রথম বার সানি লিওনি। ক্ষুদে প্রতিযোগীদের নাচ দেখে মুগ্ধ সানি। শিফন ড্রেসে নিজেও পা মেলালেন নাচের ছন্দে। সানি অবশ্য শুট শেষে ফিরে গিয়েছে মুম্বই, তবে রেখে গিয়েছে তাঁর ম্যাজিক, যে ম্যাজিকের রেশ শেষ হয় না।