স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ

author-image
New Update
স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ

রাহুল পাসোয়ান, আসানসোল: আসানসোল মহিশীলা গ্রাম স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ। সকাল থেকে চলতে থাকে বিক্ষোভ। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। আসানসোল পুর নিগমের ওয়ার্ড নাম্বার ৮৭ মহিশীলা স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে এই বিক্ষোভ উপভোক্তাদের। তাদের অভিযোগস ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কোন নিয়ম মানা হচ্ছে না। কারো কারো  অভিযোগ, তাদের মোবাইলে ভ্যাকসিন নেওয়ার মেসেজ এসেছে,তার পরেও তারা ভ্যাকসিন পাচ্ছে না। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে তারা। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।