'দুর্নীতির রানি মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বললে আমাদের ছেলেরা রেগে যায়'

author-image
Harmeet
New Update
'দুর্নীতির রানি মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বললে আমাদের ছেলেরা রেগে যায়'

নিজস্ব সংবাদদাতাঃ ফের দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের হুমকি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। 







বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বলুন কোনও আপত্তি নেই, কিন্তু ভুল করে এ কথা বলবেন না যে তৃণমূলের সবাই চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। দুর্নীতির রানি মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বললে আমাদের ছেলেরা রেগে যায়। রেগে গেলে মানুষের মাথা ঠিক থাকে না, কী করবে আমি বলতে পারছি না।'