New Update
/anm-bengali/media/post_banners/ItkKko0M2r65oEWs220v.jpg)
নিজস্ব প্রতিনিধি: সোমবার মহিলা বিক্ষোভকারীরা তিনটি কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছেন যন্তর মন্তরে। তারা সেখানে স্বাধীন "কিষাণ সংসদ" পরিচালনা করছেন।
একজন মহিলা বিক্ষোভকারী বলেন, "প্রথমবারের মতো নারীরা স্বাধীনভাবে সংসদ পরিচালনা করবে ("কিষাণ সংসদ")।
সংসদে পাস হওয়া তিনটি নতুন কৃষি আইনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে একজন বিক্ষোভকারী বলেন, সংসদ সদস্যরা কৃষি, শিক্ষা ও শ্রম সম্পর্কিত কালো আইন পাস করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us