সন্তোষপুর লেক পল্লীর এবছরের ভাবনা 'যাপনচিত্র'

author-image
Harmeet
New Update
সন্তোষপুর লেক পল্লীর এবছরের ভাবনা 'যাপনচিত্র'

নিজস্ব সংবাদদাতা : এ যুগে গণমাধ্যমের ভূমিকা, জনসমাজে গণমাধ্যমের প্রভাব কতটা তার উত্তর মিলবে সন্তোষপুর লেকপল্লীর পুজো মণ্ডপে গেলে। কারণ ২০২২-এ তাদের থিম 'যাপনচিত্র'। যেখানে সাদা কালো যুগে গণমাধ্যমের ভূমিকা থেকে এ যুগের সোশ্যাল মিডিয়ার ভূমিকার বিষয়টিও জড়িয়ে রয়েছে ওতোপ্রোতোভাবে। এবছর সন্তোষপুর লেকপল্লীর পুজোর ৬৫তম বর্ষ। প্রতিমা ও মণ্ডপ সজ্জিত হচ্ছে শিল্পী অভিজিৎ ঘটকের ভাবনায়। 



থিমের সঙ্গে মিল রেখে ৩০-৪০ বছর আগের পটভূমিকার সঙ্গে সাযুজ্য রেখে সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার ছোঁয়াও থাকবে প্রতিমা সজ্জায়। ৪০ লক্ষ টাকার বাজেটের এই পুজোর উদ্বধন হতে চলেছে প্রথমায়। বড় পরিসরে পুজো করলেও কোভিড সতর্কতার ওপরেও জোর দিচ্ছেন পুজো উদ্যোক্তারা।