New Update
/anm-bengali/media/post_banners/Dr43xpJ6TxRX84ECmQUQ.jpg)
নিজস্ব প্রতিনিধি-নিজের রাইফেলের গুলিতেই আত্মহত্যা করলেন বলরাম কুড়ি নামে এক বিএসএফ জওয়ান।তিনি ত্রিপুরার ৮০ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন।এই ঘটনাটি ঘটে ত্রিপুরার তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গল বিএসএফ হেডকোয়ার্টারে।ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়।কি কারনে এই আত্মহত্যা তা এখনো জানা যায়নি।আগরতলার ফরেনসিক ডিপার্টমেন্টের বিশেষজ্ঞরা জওয়ানের শরীরের পরীক্ষা নিরীক্ষার পর তেলিয়ামুড়া হাসপাতলে নিয়ে যাওয়া হয় মৃতদেহ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us