​নিজস্ব সংবাদদাতা : ভারতীয় ভারোত্তলক মীরাবাঈ চানুর রুপো বদলে যেতে পারে সোনায়। ৪৯ কেজি বিভাগে সোনাজয়ী হাউকে গেমস ভিলেজ ছাড়তে বারন করা হয়েছে। তাঁকে অবিলম্বে ডোপ টেস্টের জন্য ডাকা হয়েছে ফের। মীরার বিভাগে সোনা জিতেছিলেন চীনের হাউ। ডোপ টেস্টের উপর নির্ভর করছে চানু সোনা জিততে পারবে কি না।