জেনে নিন কীভাবে যত্নে রাখবেন আপনার সাধের সিল্কের শাড়ি!

author-image
Harmeet
New Update
জেনে নিন কীভাবে যত্নে রাখবেন  আপনার সাধের সিল্কের শাড়ি!

​নিজস্ব সংবাদদাতাঃ  যাঁরা শাড়ি পরতে ভালবাসেন, তাঁদের কালেকশনে অন্যান্য শাড়ির সঙ্গে সিল্কের শাড়িও  থাকবেই। সিল্কের শাড়িও আবার নানারকমের হয়। বেনারসি, কাঞ্জিভরম, বালুচরি, ভাগলপুরি, মুর্শিদাবাদী, তসর, বিষ্ণুপুরী, পৈঠানি, বোমকাই – নাম বলে শেষ করা যাবে না। দৈনন্দিন জীবনে কর্মক্ষেত্রে হোক অথবা কোনও বিশেষ অনুষ্ঠানে, সিম্পল হোক অথবা জমকালো – সিল্কের শাড়ি আমরা প্রয়শই পরি। 








১। আমরা জায়গা বাঁচাতে অনেকসময়েই আলমারিতে হ্যাঙ্গারে করে শাড়ি বা অন্যান্য পোশাক ঝুলিয়ে রাখি। তবে সিল্কের শাড়ি যখন আলমারিতে রাখবেন, তখন কিন্তু ঝুলিয়ে রাখবেন না। একটি সুতির কাপড়ে বা মসলিনের কাপড়ে মুড়ে তারপর আলমারির তাকে রাখুন।

২। একসঙ্গে দুটি শাড়ি কখনওই একটি কাপড়ে মুড়ে রাখবেন না, এতে শাড়ি নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে।

৩। যেসব সিল্কের শাড়িতে জরির কাজ করা রয়েছে, সেগুলি উল্টো করে ভাঁজ করে রাখুন। এতে জরি নষ্ট হওয়ার আশঙ্কা কম থাকে ।

৪। আপনার আলমারিতে নিশ্চয়ই অন্যান্য শাড়িও রয়েছে যেমন শিফন বা জর্জেট বা পলিয়েস্টার…কখনওই কিন্তু সিল্কের শাড়ি ওই ধরনের ফ্যাব্রিকের সঙ্গে রাখবেন না।

৫। প্রতি ছয় মাসে অন্তত একবার করে সিল্কের শাড়িগুলিতে রোদ লাগান এবং ভাঁজ বদলান, তা না হলে ভাঁজে-ভাঁজে শাড়িগুলো কেটে যেতে পারে।

৬। অনেকে শাড়ি স্টোরেজে অর্থাৎ প্লাস্টিকের বক্সে করে শাড়ি রাখেন, সিল্কের শাড়ির ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য নয়।