কিভাবে কাচবেন সিল্কের শাড়ি?

author-image
Harmeet
New Update
কিভাবে কাচবেন  সিল্কের শাড়ি?

নিজস্ব সংবাদদাতাঃ সিল্কের শাড়ি পরলে দেখতে ভাল লাগে ঠিকই, তবে সিল্কের শাড়ির কিন্তু বিশেষ যত্নের প্রয়োজন। সুতি বা তাঁতের শাড়ির মতো যেমন-তেমন করে রাখলে কিন্তু এই দামি শাড়ির বারোটা না, তেরোটা বেজে যেতে একটুও সময় লাগবে না। জেনে নিন, কীভাবে যত্নে রাখবেন রেশমের শাড়ি।






অনেকেই আছেন, যাঁরা অন্যান্য জামাকাপড়ের মতোই সিল্কের শাড়িও বাড়িতে কাচেন। এই কাজটি একদমই করবেন না। খুব ভাল হয় যদি আপনি সব ধরনের সিল্কের শাড়িই ড্রাই ওয়াশ করাতে পারেন। তবে সবসময়ে হয়তো তা সম্ভব হয় না। যদি একান্তই বাড়িতেই কাচতে হয়, তা হলে যে শাড়িগুলি কম দামের বা প্রতিদিন ব্যবহার করেন, সেই শাড়িগুলিই বাড়িতে কাচতে পারেন।

বাড়িতে যদি সিল্কের শাড়ি কাচেন, তা হলে ওয়াশিং মেশিনের বদলে হাতে কাচুন। প্রথমেই ঠান্ডা জলে অল্প পরিমাণে শ্যাম্পু বা উলের পোশাক কাচার লিকুইড ডিটারজেন্ট গুলে সিল্কের শাড়ি মিনিটপাঁচেক ভিজিয়ে রাখুন। ভুলেও কিন্তু গরম জল, এমনকী, ঊষ্ণ জলও ব্যবহার করবেন না। পাঁচ মিনিট পর সাবান জল থেকে তুলে পরিষ্কার জলে শাড়ি ধুয়ে জল ঝরতে দিয়ে দিন। নিংড়ে-নিংড়ে সিল্কের শাড়ি শুকোবেন না। এই শাড়িগুলি কিন্তু ছায়ায় শুকোতে দিন। রোদে শুকোতে দিলে রঙ নষ্ট হওয়ার আশঙ্কা অনেক বেশি।