New Update
/anm-bengali/media/post_banners/TJIVdgOhjaE6QqLclI71.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার সকালে সেরাইকেলা খারসাওয়ান ও খুন্তি জেলার সীমান্ত এলাকার জোমরোর বুরুহাতুতে একটি এনকাউন্টারে দুই নকশাল নিহত হয়। এমনটাই জানানো হয়েছে ঝাড়খণ্ড পুলিশের তরফে। ​
পুলিশ জানিয়েছে, নিহত নকশালদের পরিচয় এখনও জানা যায়নি। নকশালদের কাছ থেকে দুটি অস্ত্র, কার্তুজ এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। নকশাল শিবিরও ভেঙে দিয়েছে পুলিশ। যদিও পুলিশের অনুমান, তাঁরা নকশাল নেতা অন্ডাল দা'র দলের লোক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us