New Update
/anm-bengali/media/post_banners/hPqZh3sU7xFlNJkJRrVU.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহালয়া মানে দেবী দুর্গার আগমনী বার্তা। সেই সঙ্গে ভোর বেলা তর্পণ। পুরুষদের পাশাপাশি মহিলারাও কি পারবেন তর্পণ করতে? পুরাণ মতে মহিলাদেরও সমান অধিকার রয়েছে। মৃত পূর্বপুরুষের সঙ্গে সম্পর্ক থাকা যে কোনও ব্যক্তিই তর্পণ করতে পারবেন বলে জানা যায়। ফলত এই কার্য যে শুধুমাত্র ছেলেদের জন্য, এমনটা ভাবা ঠিক নয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us