টটেনহ্যাম ছাড়লেন মার্সেল

author-image
Harmeet
New Update
টটেনহ্যাম ছাড়লেন মার্সেল

নিজস্ব সংবাদদাতা: নতুন করে আর চুক্তি হয়নি। পুরনো চুক্তি শেষে টটেনহ্যাম ছাড়লেন মার্সেল লাভিনিয়া। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তির সমাপ্তির পরে ক্লাব ছেড়েছেন মার্সেল। লিগ টু - এর দল সুইন্ডন টাউনে যোগ দিয়েছেন তিনি। ফ্রান্সের দ্বিতীয় সারির এই ক্লাবের সঙ্গে নতুন চুক্তি হয়েছে উক্ত ফুটবলারের।