শামীমাকে পাচারে গোয়েন্দা সম্পৃক্ততা তদন্ত করা হবে: ট্রুডো

author-image
Harmeet
New Update
শামীমাকে পাচারে গোয়েন্দা সম্পৃক্ততা তদন্ত করা হবে: ট্রুডো

নিজস্ব সংবাদদাতাঃ ‘আইএস–বধূখ্যাত’ শামীমা বেগমসহ যুক্তরাজ্যের তিন স্কুলছাত্রীকে ২০১৫ সালে সিরিয়ায় পাচারে কানাডার গোয়েন্দাদের জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখবে দেশটি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একথা জানিয়েছেন। সূত্রে খবর, দুই বান্ধবীকে নিয়ে যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় যাওয়া শামীমা কানাডার এক গুপ্তচরের পাচারের শিকার হয়েছিলেন।



জাস্টিন ট্রুডো জানান, নিয়ম অনুসরণ করা হয়েছে, তা নিশ্চিত করতে তিনি অভিযোগগুলো খতিয়ে দেখবেন। তবে তিনি গোয়েন্দা সংস্থার পক্ষেই সাফাই গেয়েছেন। তাঁর ভাষায়, একটি খুবই বিপজ্জনক, বিশ্বে গোয়েন্দারা কানাডাকে নিরাপদ রেখেছেন। প্রতিশ্রুতি দিয়ে ট্রুডো বলেন, ‘আমি জানি, বিগত সময়ের কিছু ঘটনা ও অভিযান নিয়ে প্রশ্ন রয়েছে। আমরা সেটি খতিয়ে দেখার বিষয়টি নিশ্চিত করব।’