শামীমাকে সিরিয়ায় যেতে সহায়তা করেন কানাডার গুপ্তচর

author-image
Harmeet
New Update
শামীমাকে সিরিয়ায় যেতে সহায়তা করেন কানাডার গুপ্তচর

নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ার জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দিতে যাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগমকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, কানাডার এক গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা গুপ্তচর মোহাম্মদ আল রশিদ শামীমাসহ আরও কয়েকজনকে সিরিয়া যেতে সহায়তা করেন।



বাংলাদেশি বংশোদ্ভূত স্কুল শিক্ষার্থী ব্রিটিশ নাগরিক শামীমা বেগম ২০১৫ সালে তার দুই বান্ধবীসহ সিরিয়ায় পালিয়ে যান। সেখানে জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দেন বলে জানা যায়। আর তাকে সিরিয়ায় যেতে সহায়তা করেছিলেন কানাডিয়ান গোয়েন্দা সংস্থার গুপ্তচর রশিদ। সেই সময় শামীমা বেগমের বয়স ছিল ১৫ বছর। পরে শামীমার নাগরিকত্ব বাতিল করে ব্রিটিশ সরকার। এনিয়ে আইনজীবীরা ব্রিটিশ সরকারের সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করে বলেন, শামীমা পাচারের শিকার হয়েছিলেন। এখন সামনে আসা নতুন এই তথ্য নিয়ে কানাডা এবং যুক্তরাজ্য সরকারের মন্তব্য পাওয়া যায়নি।