রুশ হামলায় জাপোরিজ্জিয়ার পারমাণবিক চুল্লি বন্ধ: ইউক্রেন

author-image
Harmeet
New Update
রুশ হামলায় জাপোরিজ্জিয়ার পারমাণবিক চুল্লি বন্ধ: ইউক্রেন

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে আবারও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অপরাশেনাল চুল্লির একটি ইউনিট বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার রুশ বাহিনী গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন অপারেটর এনারগোটমের। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শক দল যখন ইউক্রেন সফর করছেন তখন ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির কাছে হামলা হলো। 



টেলিগ্রামে বার্তায় এনারগোটম জানিয়েছে, জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সাইটে রুশ বাহিনী মর্টার হামলা চালিয়েছে। জরুরিভিত্তিতে পঞ্চম পাওয়ার ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ৬ নম্বর পাওয়ার ইউনিটটির কার্যক্রম চালু আছে।