New Update
/anm-bengali/media/post_banners/pgPwg5zGLXowcidJcgpO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর-এর বিহার সফর ঘিরে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, 'কেসিআর নীতীশ কুমার বিরোধী দলের মুখ করতে আসেননি। তিনি 'বিজেপি-মুক্ত ভারত' স্লোগান দিয়েছিলেন। তিনি নীতীশ কুমারকে মন্ত্র দিতে এসেছিলেন যে কীভাবে "পিএফআই-যুক্ত বিহার", "আতঙ্ক-যুক্ত বিহার" এবং "হিন্দু-মুক্ত বিহার" তৈরি করা যায়।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us