Pakistan Flood: জলবাহিত রোগ নিয়ে বাড়ছে উদ্বেগ

author-image
Harmeet
New Update
Pakistan Flood: জলবাহিত রোগ নিয়ে বাড়ছে উদ্বেগ

নিজস্ব সংবাদদাতাঃ  বৃষ্টি সামান্য কমলেও, ক্ষতির পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। লাগাতার বৃষ্টির জেরে বন্যায় বিধ্বস্ত পাকিস্তান। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশের বড় একটি অংশ। দেশের প্রায় এক তৃতীয়াংশ এখনও জলের নীচে। তবে যে অংশগুলোতে জল নামতে শুরু হয়েছে, সেখানে শুরু হয়েছে রাস্তা সারাইয়ের কাজ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বন্যায় সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে সোয়াট উপত্যকা। সেখানের অধিকাংশ বাড়িই ভেঙে পড়েছে। পর্যটনকেন্দ্রগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এদিকে, বৃষ্টি কমলেও, জলবাহিত রোগ নিয়ে চিন্তায় পড়েছেন চিকিত্‍সকরা। জমা জলের কারণে বেশ কয়েকটি এলাকায় ইতিমধ্যেই ডায়েরিয়া, নানারকম চর্মরোগের প্রকোপ দেখা দিয়েছে বলে সূত্রের খবর। বিষয়টির ওপর কড়া নজর রাখছেন বিশেষজ্ঞরা, এমনটাই জানা গিয়েছে। 



রাষ্ট্রসঙ্ঘের শিশুদের তহবিল ইউনিসেফের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, “৩০ লক্ষেরও বেশি শিশুর এই মুহূর্তে মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে। বন্যার কারণে জলবাহিত রোগের সম্ভাবনা বাড়ছে। জলে ডুবে যাওয়া ও অপুষ্টির কারণে রোগের সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে। শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিয়েছে।” ইউনিসেফের তরফে জানানো হয়েছে, দেশের ৩০ শতাংশ জল সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ বিপদের মুখে পড়েছে।