নিজস্ব সংবাদদাতা: নেতাদের জন্য নয়, তৃণমূল কর্মীদেরকে বড় বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ রাজ্য বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির চলছে বৈদিক ভিলেজে৷ সেখানে উপস্থিত রয়েছেন গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বও৷ সেই শিবিরেই নতুন করে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি, সুকান্ত মজুমদার তেমনই জানিয়েছেন৷ রাজ্য বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘‘তৃণমূলের নেতাদের জন্য নয়, কর্মীদের জন্য আমাদের দরজা খোলা। এই মুহূর্তে তৃণমূলের কোনও নেতা বিজেপিতে আসতে চাইলে তাঁদের দলে নেওয়া হবে না। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি। তৃণমূলের সব নেতাই দুর্নীতিগ্রস্ত। তাই নেতা নয়, কর্মীদের আমরা দলে নেওয়ার ক্ষেত্রে দরজা খোলা রাখছি। শুধু তৃণমূলই নয়, কোন রাজনৈতিক দলের নেতাদের নেওয়ার ক্ষেত্রেই আমাদের আগ্রহ নেই। আমরা সব দলের কর্মীদের জন্য দরজা খোলা রাখছি৷’’