বৃহস্পতিবারের মহামিছিলের জন্য পথে নামছে তিন হাজার পুলিশ

author-image
Harmeet
New Update
বৃহস্পতিবারের মহামিছিলের জন্য পথে নামছে তিন হাজার পুলিশ

নিজস্ব সংবাদ: মঙ্গলবার মহামিছিলের আয়োজন নিয়ে লালবাজারে উচ্চ পর্যায়ের বৈঠক বসে। সেখানে মিছিলের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। পুলিশি ব্যবস্থাকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। সেগুলি হল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং রেড রোড। সামগ্রিক দায়িত্বে থাকবেন স্পেশাল সিপি দময়ন্তী সেন। মোট তিন হাজার পুলিসকর্মীকে নামানো হবে। পথে নামবেন ২২ জন ডিসি এবং ৪০ জন এসি। ডোরিনা ক্রসিং এবং গিরীশ পার্কে থাকবে ৫০টি পুলিশ পিকেট। মিছিলের গোটা যাত্রাপথে রাস্তার দুই ধার বাঁশের ব্যরিকেড দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। সেই ব্যারিকেডের বাইরে থেকে সাধারণ মানুষ মিছিল দেখতে পারবেন। মিছিলে ঢাকঢোল, শঙ্খ বাজবে, দেওয়া হবে উলুধ্বনি। সকলকে রঙিন পোশাক এবং রঙিন ছাতা আনতে বলেছেন মুখ্যমন্ত্রী।