New Update
/anm-bengali/media/post_banners/Q8wOegLJAFtVTeC6r0YO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জোর কদমে চলছে মন্ডপ তৈরির কাজ। দমদম পার্ক তরুণ সংঘের এবারের থিম 'জার্নি'। সমাজের সর্বস্তরের মানুষের যাত্রাকে তুলে ধরাই ক্লাবের লক্ষ্য।
​
পুজো আয়োজনে মোট কতো খরচ হবে সে ব্যাপারে এখনই নিশ্চিত করে ক্লাবের তরফে কিছু জানানো সম্ভব হয়নি। তবে মন্ডপ নির্মাণে খরচ হচ্ছে আনুমানিক ২৩ লক্ষ টাকা। মন্ডপ সজ্জার দায়িত্বে রয়েছেন মানস দাস। প্রতিমা নির্মাণে রয়েছেন শিল্পী সৈকত বসু।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us