মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু আমেরিকায়, নিশ্চিত করল টেক্সাস প্রশাসন

author-image
Harmeet
New Update
মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু আমেরিকায়, নিশ্চিত করল টেক্সাস প্রশাসন

নিজস্ব সংবাদদাতাঃ মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু আমেরিকায়। টেক্সাস প্রশাসন এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। স্বাস্থ্য দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ওই রোগে আক্রান্ত হয়ে হ্যারিস কাউন্টি শহরের এক পূর্ণবয়স্ক ব্যক্তি মারা গিয়েছেন। স্বাস্থ্য দফতরের কমিশনার জন হেলারস্টেডট বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, ‘‘যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাঁদের জন্য মাঙ্কিপক্স একটি মারাত্মক রোগ। এই রোগের লক্ষণ দেখা গেলে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে।’’ 



দেশে রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে কর্মরত সংস্থার (সিডিসি) দাবি, আমেরিকার ৫০টি প্রদেশের সব ক’টিতেই মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলেছে। সব মিলিয়ে দেশে ১৮ হাজারেরও বেশি আক্রান্ত। সংস্থাটির দাবি, মাঙ্কিপক্স ছড়ানোর পর থেকে পৃথিবীতে ১৫ জনের এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু। তবে এই প্রথম মৃত্যু আমেরিকায়।