সন্ত্রাস মুক্ত করতে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সুরক্ষিত করার বার্তা ইরানের

author-image
Harmeet
New Update
সন্ত্রাস মুক্ত করতে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সুরক্ষিত করার বার্তা ইরানের


নিজস্ব সংবাদদাতা: আফগানিস্তানের সঙ্গে এবার সীমান্ত সুরক্ষিত করার বার্তা দিল ইরান। আফগানিস্তান ও ইরান সীমান্তে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে সন্ত্রাসবাদ।

Iran Knows the Triumphant Taliban in Afghanistan Will Not be Good Neighbors  - Bloomberg

 তাই সন্ত্রাসবাদ রুখতে ইরানের তরফে বিশেষ রাষ্ট্রদূত পাঠানো হয় আফগানিস্তানে। ইরানের রাষ্ট্রদূত হাসান কাজিমি কওমি বার্তা দিয়ে জানান, ২ দেশ সীমান্ত সুরক্ষায় সম্মত না হলে ইরান ও আফগানিস্তান উভয় দেশেই আরও বৃদ্ধি পাবে সন্ত্রাসবাদ।

Why the rise of 'good Taliban' in Afghanistan worries India and Iran-World  News , Firstpost