New Update
/anm-bengali/media/post_banners/hJt7FzBkNt4wWJ3FoiZf.jpg)
নিজস্ব প্রতিনিধি-মঙ্গলবার চীন তার দুটি বৃহত্তম সামরিক কার্গো বিমান ওয়াই-২০ পাঠিয়েছে, যা পাকিস্তানকে মানবিক সহায়তা প্রদান করবে, সেখানে দেশের বড় অংশই ভয়াবহ বন্যার মুখোমুখি হচ্ছে।৬০ টনেরও বেশি কার্গো বহনে সক্ষম বিমানটি,
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বন্যার জন্য পাকিস্তানি প্রতি সমবেদনা জানায়,তার একদিন পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মঙ্গলবার রাতে বিমানটি করাচি পৌঁছানোর কথা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us