দুর্গাপুজো শিখতে শোভাবাজার রাজবাড়িতে চলছে ক্লাস

author-image
Harmeet
New Update
দুর্গাপুজো শিখতে শোভাবাজার রাজবাড়িতে চলছে ক্লাস

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোর পদ্ধতি শিখতে দেশের নানা রাজ্য থেকে কলকাতায় আসছেন পুরোহিতরা। গোটা গোটা অক্ষরে ধীরে ধীরে মন্ত্র বলতে হবে। যাতে দশভুজার সামনে উপস্থিত সকলে বুঝতে পারেন। গত শনিবার থেকে শোভাবাজার রাজবাড়ির দশভুজার দালানে শুরু হয়েছে দুর্গাপুজোর ক্লাস। দশ দিনের কোর্সে পুরোহিতদের শেখানো হচ্ছে দুর্গাপুজো পদ্ধতির বিশুদ্ধ আচার । একশো পুরোহিত অংশ নিচ্ছেন এই দুর্গাপুজো কোচিংয়ে। অভিনব এই দুর্গা কোচিংয়ে থাকবেন পুষ্টিবিশারদরা। পুজোর চারদিন পুরোহিতের ডায়েট বেঁধে দেবেন তাঁরা। শাস্ত্রমতে যিনি পুজো করবেন, দুর্গাপুজোর চারদিন কোনওরকম উত্তেজক খাবার খেতে পারবেন না। ডিম, মাছ, মাংস কিংবা উত্তেজক পানীয় থেকে দূরে থাকতে হবে পুরোহিতদের। সাত্ত্বিক আহারেই থাকতে হবে সপ্তমী থেকে দশমী। দশদিনের কোচিং শেষে হবে পরীক্ষা। পাস করলে মিলবে সার্টিফিকেট। পঞ্চাশের মধ্যে ত্রিশ পেতেই হবে টিকিধারীদের।