চরম ব্যস্ততা কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের

author-image
Harmeet
New Update
চরম ব্যস্ততা কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের

নিজস্ব সংবাদদাতা: হাতে গোনা কয়েকদিন বাকি দুর্গাপুজোর, সেই কারণে চরম ব্যস্ততা কৃষ্ণনগর ঘূর্ণির মৃৎ শিল্পীদের। কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে দু কিলোমিটার গেলেই কৃষ্ণনগর ঘূর্ণির পুতুল পট্টি। এই পুতুল পট্টি এলাকাতেই আছে কৃষ্ণনগরের একাধিক বিখ্যাত মৃৎশিল্পী।আবারও স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে মানুষের জীবনযাপন। সেই কারণে আবারও মহা আনন্দের সঙ্গে পালন করা হবে দুর্গাপুজো। ইতিমধ্যে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে। কৃষ্ণনগরের ঘূর্ণিতে এদিন একাধিক মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে খুশির সংবাদ। দেশ তথা দেশের বাইরে বিদেশেও একাধিক দুর্গা প্রতিমা পাড়ি দিতে চলেছে এবারের দুর্গাপুজোয়। বিশেষত ফাইবারের তৈরি ছোট্ট দুর্গা প্রতিমা যেতে চলেছে জাপান, সুইডেন ইত্যাদি বিভিন্ন দেশে। ইতিমধ্যেই কিছু প্রতিমা তৈরি হয়ে তা যথারীতি পাঠানোর ব্যবস্থা করা হয়ে গেছে। কিছু প্রতিমা এখনও তৈরীর কাজ চলছে। সব মিলিয়ে চরম ব্যস্ততার মধ্যে কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা।