'পচা' মন্তব্যে জহর সরকারকে চ্যালেঞ্জ সাংসদের

author-image
Harmeet
New Update
'পচা' মন্তব্যে জহর সরকারকে চ্যালেঞ্জ সাংসদের

নিজস্ব সংবাদদাতাঃ ফের তৃণমূলে গোষ্ঠী কোন্দল। এবার প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালেন তৃণমূল সাংসদ সৌগত রায় ও জহর সরকার।








 সৌগত রায় বলেন, 'উনি চাইলে সাংসদ পদ ছেড়ে দিন। আমরা অন্য কাউকে উপ নির্বাচনে জেতাব। সাহস থাকলে পদত্যাগ করুন।' অন্যদিকে জহর সরকার বলেন, 'বাড়ির লোকেরা বলল রাজনীতি ছেড়ে দাও। সাংসদ পদ ছেড়ে দিতেও বলে।'