New Update
/anm-bengali/media/post_banners/zkzCUaGfd2BSvPKLdTot.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জাল বুনে, ডিম পেড়ে সুন্দর ঘরের চেহারা বদলে দেয় মাকড়সা। তাই ঘর থেকে মাকড়সা তাড়ানোর জন্যে বাজারে বিভিন্ন কেমিক্যাল পাওয়া যায়। যা আমাদের শরীর এবং পরিবেশ দুটির জন্যেই ক্ষতিকারক। তবে ঘরোয়া উপায়তেই তাড়ানো যায় মাকড়সা।
১) ভিনিগারের সঙ্গে জল মিশিয়ে মাকড়সা যাওয়া আসার পথে এবং জালে স্প্রে করুণ।
২) লেবু – মাকড়সা যাওয়া আসার পথে লেবুর খোসা ঘষে দিতে পারেন।
৩) পুদিনা – পুদিনা পাতা একটু শুকিয়ে নিন। তারপর মুখ খোলা খামে তা ভরে ঘরের কোণে রেখে দিন।
ধুলো পড়া ঘরে মাকড়সার উৎপাত বেশি হয়। তাই নিয়মিত ঘরের ধুলো পরিষ্কার করুণ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us