ফের চালু হলো শাহরুখ খানের নামানুসারে পিএইচডি স্কলারশিপ

author-image
Harmeet
New Update
ফের চালু হলো শাহরুখ খানের নামানুসারে পিএইচডি স্কলারশিপ

নিজস্ব প্রতিনিধি-শাহরুখ খানের লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্কলারশিপ,যা ২০১৯ সালে সুপারস্টার শাহরুখ খানের নামে নামকরণ করা হয়েছিল তার এক প্রত্যাবর্তন হয়েছে।স্কলারশিপের জন্য নিবন্ধন সম্প্রতি ১৮ ই আগস্ট শুরু হয়েছে এবং ২৩ শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। 





মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসব এবং লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্বে, স্কলারশিপের লক্ষ্য হল ভারতের একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলা গবেষককে একটি জীবন-পরিবর্তনকারী সুযোগ প্রদান করা যাতে বিশ্বে একটি অর্থপূর্ণ প্রভাব তৈরি করা যায়।২০১৯ সালের উৎসবে প্রথম স্কলারশিপ ঘোষণা করা হয়েছিল যেখানে SRK প্রধান অতিথি ছিলেন।