ইরাকের গ্রিন জোনের ভবনগুলোতে আরপিজি হামলা

author-image
Harmeet
New Update
ইরাকের গ্রিন জোনের ভবনগুলোতে আরপিজি হামলা

নিজস্ব সংবাদদাতাঃ ইরাকের প্রভাবশালী শিয়া মুসলিম নেতা মুক্তাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। সোমবার টুইটারে তিনি এই ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তার রাজনৈতিক সংস্থার কার্যালয়ও বন্ধের ঘোষণা দিয়েছেন। এর ফলে মুক্তাদা আল-সদর ও ইরানপন্থী শিয়া নেতাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। রাজনৈতিক সংঘর্ষের ফলে ইরাকের বাগদাদ শহর উত্তপ্ত হয়ে ওঠে।সদরের সমর্থকরা ইরাকের গ্রিন জোনের অভ্যন্তরের ভবনগুলোতে আরপিজি রাউন্ড গুলি ছোড়ে। 



মুক্তাদার রাজনীতি থেকে সরে দাঁড়ানো রাষ্ট্রকে ধ্বংসস্তুপে পরিণত করার পক্ষে এবং তার নিজস্ব পদ্ধতিতে এটি পুনর্নির্মাণের পক্ষে বলে মনে হচ্ছে।