নিজস্ব সংবাদদাতাঃ ইরাকের প্রভাবশালী শিয়া মুসলিম নেতা মুক্তাদা আল-সদর সোমবার রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তার রাজনৈতিক সংস্থার কার্যালয়ও বন্ধের ঘোষণা দিয়েছেন। এর ফলে শিয়া ধর্মীয় নেতা মোক্তাদা সদরের সমর্থকরা বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনের সরকারি ভবনে হামলা চালায়। ইরাকের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার জন্য সেনাবাহিনী সোমবার সন্ধ্যা ৭টা থেকে (১৬০০ জিএমটি) দেশব্যাপী কারফিউ ঘোষণা করেছে।