নিজস্ব সংবাদদাতাঃ ইরাকের প্রভাবশালী শিয়া মুসলিম নেতা মুক্তাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। সোমবার টুইটারে তিনি এই ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তার রাজনৈতিক সংস্থার কার্যালয়ও বন্ধের ঘোষণা দিয়েছেন। টুইটারে মুক্তাদা আল-সদর লিখেছেন, আমি আমার চূড়ান্ত প্রত্যাহার ঘোষণা করছি।
সংস্কারের জন্য তার আহ্বানে সাড়া দিতে ব্যর্থ হওয়ায় দেশটির শিয়া নেতাদের সমালোচনা করেছেন। তবে কার্যালয় বন্ধের কারণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেননি। শুধু বলেছেন, তার কয়েকটি সাংস্কৃতিক ও ধর্মীয় সংস্থা চালু থাকবে। সোমবার সদর পদত্যাগ দেওয়ার পর তার সমর্থকরা বিক্ষোভ আরও জোরালো করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। যা ইরাকের অস্থিতিশীলতা নতুন ধাপে নিয়ে যেতে পারে।