সিপিএমকে পাশে চাইলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

author-image
Harmeet
New Update
সিপিএমকে পাশে চাইলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি করায় হেনস্থার অভিযোগ তুলে ফেসবুক লাইভে আত্মঘাতী যুবক। হুগলির চুঁচুড়ার ঘটনা। ব্যান্ডেলের কেওটার বাসিন্দা অভিষেক চৌধুরী আজ ভোর ৪টে নাগাদ ফেসবুক লাইভে দাবি করেন, বিজেপি করায় তাঁকে হেনস্থা করা হচ্ছে।



বিজেপির মিছিলে যোগ দেওয়ায় স্থানীয় ক্লাবের এক সদস্য তাঁকে সপরিবারে খুনের হুমকি দেন বলে ওই যুবক অভিযোগ করেন। তাঁর মুখে শোনা যায় চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের প্রশংসা। এরপর ফেসবুক লাইভেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। অভিযুক্ত ক্লাব সদস্য মুখ খুলতে চাননি। বিজেপির দাবি, তাদের দল করায় ওই যুবককে মানসিক নির্যাতন করা হচ্ছিল। বিষয়টি জানা নেই, মৃতের পরিবারের পাশে আছি, বার্তা তৃণমূল বিধায়কের।