New Update
/anm-bengali/media/post_banners/AbLnPIUWQdmxfnwebhfc.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। পাকিস্তান খুব বেশি রান না করলেও, ভারতের টপ অর্ডার উইকেট হারিয়েছিল দ্রুত। ফলে ইনিংসের শুরুতেই চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ও বিরাট কোহলির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি বলেছেন, ''কোহলি আর রোহিতের সামনে সুযোগ ছিল। ওরা রান করছিল। ওই সময় বড় শট খেলার কোনও দরকারই ছিল না। ওদের অন্তত ৭০ থেকে ৮০ রান পর্যন্ত সাবধানে খেলা দরকার ছিল।''
“Ravindra Jadeja played such a responsible knock, fantastic innings from him":Sunil Gavaskar #INDvsPAK
— Mr_feiz_17 (@Apka_Apna_JEEJU) August 29, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us