New Update
/anm-bengali/media/post_banners/AOUHggzNrXSdHxG3GtNp.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ স্টেনোগ্রাফদের জন্য এবার সরকারি চাকরির সুযোগ। বর্ডার সিকিউরিটি ফোর্সে চলছে নিয়োগ। মোট শূণ্যপদ ১১ টি। উচ্চমাধ্যমিক পাস করলে এবং স্টেনোগ্রাফিতে জ্ঞান থাকলে চাকরির জন্য আবেদন করা যাবে।
বয়স- জেনারেল- ১৮-২৫ বছর। ওবিসি- ১৮-২৮ বছর। এসসি এবং এসটি- ১৮-৩০ বছর ।
বেতন- ২৯,২০০ - ৯২,৩০০ টাকা ।
আবেদনের শেষ তারিখ ০৬.০৯.২০২২। আবেদনের জন্য জেনারেল ও ওবিসি চাকরি প্রার্থীদের ১০০ টাকা করে দিতে হবে। বাকিদের কোনও টাকা লাগবে না। আবেদনের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সের ওয়েব সাইট ভিসিট করুন (https://rectt.bsf.gov.in/registration/basic-details?guid=f30e03a3-f93a-11ec-85e7-0264d54d41fa)।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us