New Update
/anm-bengali/media/post_banners/hbIls8OWwUgpCR784FRx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিকে ভারতকে প্রথম পদক জিতিয়েছেন মীরাবাঈ চানু। যাকে নিয়ে গর্ব করছেন গোটা দেশ। সেই মীরাবাঈের দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজের ওয়ার্কআউটে ওয়েটলিফটিং করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা টাইগার শ্রফ। ভিডিওতে দেখা যাচ্ছে ১৪০ কেজির বারবেল কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা। সঙ্গে লিখেছে, 'মীরাবাঈকে দেখে ভীষণভাবেই অনুপ্রাণিত হয়েছি। তাই এখন সময় নিজের সকল সীমা ভেঙে ফেলার'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us