পাক আকাশসীমা ব্যবহার করে আফগানিস্তানে ঢুকছে আমেরিকার ড্রোন, অভিযোগ তালিবান সরকারের

author-image
Harmeet
New Update
পাক আকাশসীমা ব্যবহার করে আফগানিস্তানে ঢুকছে আমেরিকার ড্রোন, অভিযোগ তালিবান সরকারের

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের আকাশসীমায় ঢুকে আফগানিস্তানে প্রবেশ করছে আমেরিকার ড্রোন। পাকিস্তান এই ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি দিচ্ছে বলেই আফগানিস্তানে প্রবেশ করতে পারছে আমেরিকার ড্রোন। এমনই অভিযোগ তালিবান প্রশাসনের। রবিবার তালিবান সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষমন্ত্রী মোল্লা মহম্মদ ইয়াকুব বলেন, “আমাদের কাছে খবর আছে যে, পাকিস্তানের আকাশসীমাকে ব্যবহার করে আমেরিকার ড্রোন আফগানিস্তানকে ঢুকছে। একইসঙ্গে তিনি বলেন, “আমরা পাকিস্তানকে বলব তারা যেন তাদের আকাশসীমাকে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে না দেয়।” 


এই ব্যাপারে পাকিস্তান বিদেশমন্ত্রকের তরফে সরকারি ভাবে কিছু না জানানো হলেও পাকিস্তান প্রশাসনের একাংশ এই বিষয়ে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অস্বীকার করেছে।